![]() |
প্রতীকী ছবি |
নরেন্দ্র মোদি সরকারের, নীতির বিরুদ্ধে সংঘাত। তার ফলে ফের ধর্মঘটের ডাক ব্যাঙ্কিং ক্ষেত্রে।প্রস্তাবিত এই ধর্মঘটের ফলে দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা স্তব্ধ হওয়ার আশঙ্কা।
নানা ইস্যুতে ২০২০ সালে একাধিকবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট এর সাক্ষী থেকেছে দেশ। ২০২১ সাল পড়তে না পড়তে ফের ধর্মঘটের পথে পা বাড়ালেন ব্যাংক কর্মচারীরা। আগামী মার্চ মাসে ২ দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।রাষ্ট্রয়ত্ত ব্যাংক বেসরকারিকরণের কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এই পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তারা।
এবারের সাধারণ বাজেটে ও বিলগ্নীকরণের উপরে বিশেষ জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত ১লা ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেট ভাষণে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছেন তিনি। আর এরপর থেকেই প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন ব্যাংক কর্মচারী ও আধিকারিকরা। এই ইস্যুতে পরবর্তী রণকৌশল স্থির করতে মঙ্গলবার হায়দ্রাবাদে বৈঠকে বসেছিলেন ব্যাংকিং ক্ষেত্রের ৯ টি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফর্ম অফ ব্যাংক ইউনিয়নস(UFBU)। সেখানেই দেশব্যাপী দুদিনের ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১৫ ই মার্চ থেকে এই ধর্মঘট হবে। সেখানে কর্মচারী ও আধিকারিকরা যোগ দেবেন বলে জানিয়েছেন AIBEA এর সাধারণ সম্পাদক সি ভেক্টরচলম।পরবর্তী সময়ে পরিস্থিতি অনুসারে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
দেশের ব্যাংকিং ক্ষেত্রের অধিকাংশ সংগঠন UFBU এর অন্তর্ভুক্ত।এই পরিস্থিতিতে সরকার তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সচেষ্ট না হলে আগামী দিনে সাধারণ মানুষকেই সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়তে হবে বলে মত পর্যবেক্ষক মহলের।
আরও পড়ুন:বিজেপি ছেড়ে তৃণমূলে,শক্তি বাড়লো মমতার
একটি মন্তব্য পোস্ট করুন